শাহ মোহাম্মদ দুলাল আহমেদ, বাহুবল:হবিগঞ্জের বাহুবল উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক ছিটিয়েছে হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিস। দেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের ব্যাপক প্রস্তুতি হিসেবে জেলা ফায়ারসার্ভিস কর্মীদের কমতি নেই।
শনিবার (২৮ মার্চ) উপজেলার সদরের প্রধান সড়কে ফায়ারকর্মীদের নিজস্ব গাড়ি দ্বারা জীবানু নাশক ঔষধ ছিটানো হয়েছে।
জেলা ফায়ারসার্ভিসের দায়িত্বরত অফিসার রাফি আল ফারুক’র নেতৃত্বে প্রায় দশ জন ফায়ার কর্মকর্তার পরিচালনায় জীবাণুনাশক মেডিসিন ছিটানো হয়েছে।
রাফি আল ফারুক জানান,হবিগঞ্জ জেলা ফায়ারসার্ভিস উদ্যোগে জেলার সবটি উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক ঔষধ ছিটানোর কার্যক্রম শুরু করেছি। তিনি জানান,আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply