নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বনাঞ্চলের ত্রাস বহু অপকর্মের হুতা ১১টি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফরোজ মিয়া(২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। আটক আফরোজ মিয়া উপজেলার গাজিপুর ইউনিয়নের কবিলাশপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। (১৩ মার্চ শুক্রবার রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম এর নেতৃত্বে এএসআই শরীফ, এএসআই কামালসহ একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার একডালা পাহাড়ি অঞ্চল থেকে তাকে গ্রেফতার করেন। অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান আফরোজ দীর্ঘদিন ধরে বনাঞ্চলের ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, বনদস্যুসহ নানা অভিযোগ রয়েছে। পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে আফরোজ পলাতক ছিল।
Leave a Reply