শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত নবীগঞ্জ উপজেলায় বিয়ের গেট স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবিনিময়ে ৩০ জন আহত নবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চাপায় শিবলী হাসান (১৭) নামে এক নবম শ্রেণীর ছাত্র নিহত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত ক্ষতিগ্রস্থ ১২ পরিবারের পাশে দাড়িয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বাস চাপায় সিরাজুল ইসলাম (৭০) এক বৃদ্ধ নিহত স্ত্রীকে নিয়ে পবিত্র হজ্জে যাওয়া হল না ব্যবসায়ী আব্দুল হালিমের। চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২ রাস্তা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে টেটাবিদ্ধ মইনুল ইসলাম চুনারুঘাট উপজেলা ও বানিয়াচং উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

চুনারুঘাটের এ.জেড.টি মডেল একাডেমি ও টেকনিক্যাল স্কুলে নবীনবরণ ও হাতেখড়ি অনুষ্ঠান

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ২১২ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি ॥ মেধা বিকাশই আমাদের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে রেখে চুনারুঘাটের এ,জেড,টি মডেল একাডেমি এন্ড টেকনিক্যাল স্কুলের নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের সিকান্দরপুর (তাউসি) গ্রামের প্রতিষ্ঠিত উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নতুন বছরের লেখাপড়ার সার্বিক উন্নতি, অগ্রগতি, উপজেলা পর্যায়ে ভাল ফলাফল অর্জন ও লেখাপড়ার মান উন্নয়ন ৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সফলতা সহ বিভিন্ন বিষয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করা হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহেদ তরফদার মাষ্টার ও প্রতিষ্ঠানের পরিচালক এ কে এম নুরুজ্জামান তরফদার স্বপনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন-জালালাবাদ এসোসিয়শন ইউএসএ এর সাধারণ সম্পাদক ও স্কুলের প্রধান পৃষ্টপোষক মিজানু রহমান চৌধুরী শেফাজ। বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাটের উপ-সহকারি কৃষি কর্মকর্তা সৈয়দ সাইদুর রহমান সোহাগ, সমাজ সেবক হারুনুর রশিদ, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মিসেস ফরিদ, বিদ্যুৎসাহী সামিউল আহম্মেদ সুমন, সহকারী শিক্ষিকা মোছাঃ খাইরুন্নেছা তরফদার, সহকারী শিক্ষিকা লিজু আক্তার, সহকারী শিক্ষক জুনাইদ আহমেদ, অভিভাবক অর্পণা রাণীসহ অন্যান্য অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি স্কুলের প্রধান পৃষ্টপোষক মিজানু রহমান চৌধুরী শেফাজ তাঁর বক্তব্যে বলেন, মানসম্মত ও যুগপোযোগী শিক্ষা প্রদানের ক্ষেত্রে এ.জেড.টি মডেল একাডেমি এন্ড টেকনিক্যাল স্কুল পাঠদান পদ্ধতি অত্যান্ত যোগপযোগী। তিনি আরও বলেন ছাত্র/ছাত্রীদের মননমীল ও সৃজনশীল মেধাবিকাশে অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।

প্রধান উপদেষ্ঠা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার কথা চিন্তা করে বিদ্যালয়রে একটি ভবনের নির্মান করে দিবেন এবং কাজ শুরু করার জন্য নগদ চেক প্রদান করেন।

গত বছর পিএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com