শাহ মোহাম্মদ দুলাল আহমে, বাহুবল (হবিগঞ্জ)থেকে:সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে ঢাকা–সিলেট মহাসড়কের চলিতাতলা পয়েন্ট থেকে চলে যাওয়া সড়ক।
সড়কটি বাহুবল উপজেলার এল,জি,ই,ডি’র অন্তর্ভুক্ত সবকটি আঞ্চলিক রাস্তার মধ্যে জনবহুল রাস্তা হলেও স্থানীয় সরকারের অবহেলায় দীর্ঘ বছর যাবত সংস্কার কাজ হয়নি।দীর্ঘ দিন এ সড়ক সংস্কারের কাজ না হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে।
সড়কের চলিতাতলা থেকে মানিকাবাজার পর্যন্ত প্রায় ৬–৭ কিলোমিটার পিচঢালা উঠে গিয়ে এমন দশা পরিনতি সৃষ্টি হয়েছে,যেন গাড়ি নয় পায়ে হেঁঁটে চলাও দুষ্কর!
প্রায় দুই লক্ষ মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এ জরাজীর্ণ সড়ক। সরেজমিনে দেখা যায়,সড়কে খানাখন্দের যেন শেষ নেই!দেখে মনে হয় এ সড়ক এর আগে কখনো পিচঢালা হয়নি!পুরো সড়কে উঁচু নিচুর যেন পাহাড় পরিমাণে টিলার সৃষ্টি হয়েছে।
উপজেলার সবচেয়ে জনবহুল সড়ক হলেও স্থানীয় সরকার রাস্তার এ দুরবস্থা নজরে না নেয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।অনেকেই ক্ষোভের সাথে জানিয়েছেন,দেশ স্বাধীনতার পর থেকে এ সড়কটি জরাজীর্ণ রয়েই গেল।অতিথিতে কখনো স্থায়ী ভাবে সংস্কার কাজ হয়নি।
সড়কে ঘুরে দেখা যায়,জনসাধারণ চলাচল তার পাশাপাশি গাড়ির যে পরিমাণে চাপ,সেই পরিমাণে সড়কের প্রশস্ত নেই।
এর ফলে সড়কে জ্যাম আর দূর্ঘটনা যেন এ অঞ্চলের নিত্যদিনের সঙ্গী।
সড়কের সার্বিক দুরবস্থা নিয়ে কথা বললে উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান জানান, আমরা চলিতাতলা থেকে মানিকাবাজার পর্যন্ত সংস্কারের জন্য প্রস্তাব পাঠিয়েছি,আশা করি শীগ্রই কাজ বাস্তবায়ন করা হবে।
এছাড়া ও এ সড়কের প্রশস্ত করন বিষয়ে জানতে চাইলে ‘তিনি’ জানান অল্প কিছু দিনের মধ্যে বড় প্রজেক্ট আসবে,সেই প্রজেক্ট থেকে আমরা চেষ্টা করব প্রশস্ত করনের।
Leave a Reply