নিজস্ব প্রতিনিধি:রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী সহিংসতায় সুমন সিকদার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার রাতে রায়েরবাজার রহিম বেপারী ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রাত ১ টার দিকে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াহিদুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সুমন সিকদারের বাবার নাম আনোয়ার আহমেদ সিকদার।
বাসা ৪/২ ব্লক এফ লালমাটিয়া। তিনি লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে পোলিং এজেন্ট ছিলেন। ফলাফল ঘোষণার পর দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে ধারালো অস্ত্রের আঘাতে সুমন নিহত হন। এ ঘটনায় অপর ৫ জন আহত হয়েছেন।
Leave a Reply