মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযানে ১৩শ পিছ ইয়াবাসহ দুই মাদক সম্রাট আটক
নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযানে ১৩শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক সম্রাটকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। সদ্য ঘোষিত মাদক ছাড়, নয়তো মৌলভীবাজার ছাড়, এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম-বার) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর হোসেন এর নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল দেবসহ একদল পুলিশ ৪নং আপার কাগাবালা ইউনিয়নের আথানগিরি পাহাড়ে যাওয়ার রাস্তায় বুরুতলা কবরস্থানের পার্শ্বে অভিযান চালিয়ে পৃর্ব কাগাবালা গ্রামের মৃত: খোয়াজ মিয়ার পুত্র মাদক সম্রাট জুয়েল মিয়া (৩৫) ও দরবেশ আলীর পুত্র ছালিক মিয়া (৩৩) কে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর হোসেন জানান, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে । তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হবে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে সে যেই হউকনা কেন মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবেনা ।
Leave a Reply