চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শ্রীমঙ্গল সরকারি কলেজ আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় কলেজ থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হলো ইম্প্রোভাইজিং নাটক ‘বঙ্গবন্ধু ও চা শ্রমিক’।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে সহকারী অধ্যাপক সুদর্শন শীলের পরিকল্পনায় প্রভাষক মো. সাইফুল ইসলামের সম্পাদনায় এবং মো. আশিকুর আশিকের নির্দেশনায় শ্রীমঙ্গল সরকারি কলেজ মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মো. মহসীনের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সুদর্শন শীল, সহকারী অধ্যাপক সুরঞ্জিত কিলিকদার, সহকারী অধ্যাপক মো. শোমশের আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. কাওছার ইকবাল, দশরথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা কোমলমতি ছাত্র-ছাত্রীদের এই প্রথম মঞ্চস্থ নাটকে অভিনয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বঙ্গবন্ধু ও চা শ্রমিক’ নাটকে তারা ভালো অভিনয়ে করেছেন। তবে আরও মহড়া করার মাধ্যমে তারা একদিন হয়তো এই নাটককে জাতীয়ও পর্যায়ে মঞ্চায়ন করার সুযোগ পাবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করে রাবেয়া সুলতানা তমা, স্বর্ণা দেবী, শাহীনুর আক্তার, খাদিজা আক্তার রিয়া, অনন্যা ভর বর্ষা, দীপ্ত আদিত্য, প্রীতি কুর্মী, মো. সালমান মিয়া, তানজিনা আক্তার, অর্পিতা রায়, মো. আরিফ হোসেন, চৈতী রায়, মাহিদুল ইসলাম আমান, সুইটি বিশ্বাস ও অমিত রায়।
Leave a Reply