স্টাফ রিপোর্টার // চুনারুঘাটের কালিশিরী গ্রামে ব্যক্তিমালাকানা জমিতে জোরপূর্বক রাস্তা নিমার্ণের অভিযোগে আদালত ১৪৪ ধারা জারি করেছেন। আজ (১৫ এপ্রিল) মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত এ রায় প্রদান করেন। জানাযায়, উপজেলার কালীশিরী গ্রামের রুহুল আমিন ও তার স্ত্রী’র খোদেজা বেগমের নিজস্ব জমির উপর দিয়ে একই গ্রামের প্রভাবশালী মোঃ আব্দুর রহিম (৩৫) মোঃ ইমতিয়াজ আহম্মেদ ইকবাল (২৭) গং জোরপূর্বক রাস্তা দখল করে। পরবর্তীতে রাস্তা পাকাকরণের প্রস্তুতি নেয়। এমতাবস্থায় রহুল আমিনের ছেলে মোঃ ফারুক মিয়া হবিগঞ্জ আদালতে আব্দুর রহিমগং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত উক্ত জমিতে ১৪৪ ধারা জারি করেন। উক্ত বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত যেকোনো পক্ষের কেউ রাস্তা নিয়ে কোনো প্রকার সংঘাত এড়াতে বলা হয়েছে।
Leave a Reply