মো: তোফাজ্জল মিয়া চুনারুঘাট ॥ হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের প্রচেষ্টায় মানসিক ভারসাম্যহীন নারী রাজিয়া কৃষি জমি থেকে উদ্ধার হয়ে ওসি নাজমুলের প্রচেষ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের বাসিন্দা মৃত আব্দুল লতিফের স্ত্রী রাজিয়া খাতুন (৩৮)। (২২ জানুয়ারী তার ভাই ও বোন এসে তাকে বাড়ি নিয়ে যান। এর আগে ২০ জানুয়ারি বিকেলে তিনি চুনারুঘাট উপজেলার ঘরগাঁও গ্রামে কৃষি জমিতে অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন দীর্ঘক্ষণ। বিষয়টি জানার পর চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। তিনি মুমূর্ষ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণসহ ব্যক্তিগত খরচে কম্বল, ভালো খাবার ও ঔষধ কিনে দেন। হাসপাতালে চিকিৎসায় ওই নারী সুস্থ হয়ে উঠেন। খবর পেয়ে তার বোন ও ভাই চুনারুঘাটে এসে তাকে বাড়ি নিয়ে যান। যাবার সময় ওসি শেখ নাজমুল হক রাজিয়া খাতুনের হাতে কিছু ফল ও নগদ অর্থ তুলে দেন। রাজিয়া খাতুনের ভাই বাবুল মিয়া ও বোন শিউলি আক্তার জানান, তাদের বড় বোন রাজিয়া খাতুন গত ৭ জানুয়ারী নিখোঁজ ছিলেন। তারা বিভিন্ন স্থানে তার সন্ধান করেছেন। কিন্তু পাননি। অবশেষে চুনারুঘাট থানার ওসির মাধ্যমে বড় বোনকে তারা ফিরে পেলেন। এজন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ওসি শেখ নাজমুল হক সত্যিকারের মানবিক ওসি। তার ঋণ শোধ করার মতন নয়। দোয়া করছেন তিনি যেন তার মহৎ প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে পারেন। ওসি শেখ নাজমুল হক বলেন, অনেক কষ্ট হয়েছে এ নারীর ঠিকানা বের করতে। অবশেষে তিনি সুস্থ হলেন। স্বজনদের সাথে আপন ঠিকানায় ফিরে গেলেন। এ কষ্ট স্বার্থক হয়েছে। মানুষ হয়ে মানুষের পাশে থাকতে হবে। একটি ভাল কাজ করতে পেরে অত্যন্ত ভাল লাগছে। আর এ ভাললাগা আরেকটি ভাল কাজে উৎসাহ যোগাবে। তিনি আরও বলেন রাজিয়ার মত হাজারো মানুষের সহযোগীতায় যেন নিজেকে উৎসর্গ করতে পারেন।
Leave a Reply