সৈয়দ আব্দুল মান্নান বাহুবল : হবিগঞ্জের বাহুবল হাসপাতাল সংলগ্ন নবনির্মিত ট্রমা সেন্টারটি শীঘ্রই চালুর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন হবিগঞ্জ -১ আসনের এমপি ও বাহুবল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। শনিবার বিকেল ৪ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে তাঁর সভাপতিত্বে এক সভায় এ কথা বলেন।এ সভায় বক্তব্য রাখেন ইউএনও সিগ্ধা তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই,সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল মডেল থানার ওসি তদন্ত আলমগীর কবির,মেডিকেল অফিসার ডাঃ আবু ইউসুফ, হুমায়ুন রশীদ জাবেদ, উপজেলা প,প, কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ। সভা পরিচালনা করেন এমটি(ইপিআই) উস্তার মিয়া। সভায় হাসপাতালের জনবল সংকট নিরসন, হাসপাতালের নিয়োগকৃত অ্যাম্বুলেন্স চালকের বকেয়া বেতন পরিশোধ সহ নানা সিদ্ধান্ত নেয়া হয়।সভাশেষে এমপি সদস্যদের সাথে নিয়ে ইনডোরের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।
Leave a Reply