নুর উদ্দিন সুমন: বাংলাদেশ সরকারের বই বিতরণ উৎসব কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর করাঙ্গী বিদ্যা নিকেতন স্কুলের শিক্ষার্থীদের মাঝে উৎসবমূখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি বাবু নিরঞ্জন সাহা নিরু। এ সময় বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক খুদে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হয়। স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার লুৎফুর রহমান ফরিদ এর পরিচলনায় ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অরুণ দত্ত, শিক্ষা উপদেষ্টা মোবাশ্বির চৌধুরী, প্রভাষক আফতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, কাজী আব্দুর রউফ বাহার, মুরুব্বী গিয়াস উদ্দিন, কাজল চৌধুরী, রিংকু দত্ত, আব্দুল হাই, আমির মিয়া, কাউছার মিয়া, জুবেদ আহমেদ, রাজিব, প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন করাঙ্গী বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষিকা মিনারা খাতুন, সহকারী প্রধান শিক্ষক আজিজুর রহমান জনি, শিক্ষক রেশমা আক্তার,সুমা মিশ্র,পুরবী পাল, মাওলানা আব্দুল হামিদসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।
বক্তরা বলেন, আজকের শিশুরাই হবে আগামী দিনের বাংলাদেশ গড়ার কুশলী কারিগর। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। তাদের লেখাপড়াকে আনন্দময় করে তুলতে বছরের প্রথম দিনটিতে নতুন ক্লাসের বই তাদের হাতে তুলে দিতে সরকার যে উদ্যোগ নিয়েছে তা সফল করার দায়িত্ব আমাদের সবার। শিক্ষার্থীদের জীবনের প্রতিটি দিনই হোক উৎসবমুখর। তবেই হবে তাদের জীবন আনন্দময়।
Leave a Reply