জুবায়ের আহমেদ বাহুবল: বাহুবল উপজেলা প্রশাসন দ্বারা পরিচালিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কিশলয় জুনিয়র হাই স্কুল থেকে এবারের পিইসি পরীক্ষায় ৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কিশলয় জুনিয়র হাই স্কুলের ১৮ জন শিক্ষার্থী এ প্লাস পেয়ে বাহুবল উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। শিক্ষার্থীদের এ সফলতায় ও অভিভাবকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দিয়েছে। উল্লেখ্য যে কিশলয় জুনিয়র হাই স্কুল (২০১৮) সালের পিইসি পরীক্ষায় বাহুবল উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিল। এবারের পিইসি পরীক্ষায়ও দ্বিতীয় স্থান অর্জন করে কিশলয় জুনিয়র হাই স্কুল তাদের সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে। আগামী পিইসি পরীক্ষায় কিশলয় জুনিয়র হাই স্কুল প্রথম স্থান অর্জন করবে বলে শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের বিশ্বাস। কিশলয় জুনিয়র হাই স্কুল এবারের বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায়ও উপজেলায় শীর্ষ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।
Leave a Reply