শংকর শীল, চুনারুঘাট(হবিগঞ্জ):হবিগঞ্জ জেলা ব্রাহ্মণ সংসদের সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারস্হ শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ায় এ সম্মেলনের উদ্বোধন করেন – প্রফেসর শ্রীযুক্ত নিখিল রঞ্জন ভট্টাচার্য্য। শ্রীযুক্ত পংকজ কুমার ভট্টাচার্য্যর সভাপতিত্বে এতে প্রধান অথিতি ছিলেন – বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্লেল অবঃ শ্রীযুক্ত নির্মল ভট্টাচার্য্য। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন – বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় মহাসচিব বিপ্র শিরমনি বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য। অনুষ্ঠান পরিচালনা করেন – অমল কৃষ্ণ ভট্টাচার্য্য। পরে সভায় সর্বসম্মতিক্রমে অশোকানন্দ ভট্টাচার্য্য কে সভাপতি, ডাঃ কালিপদ আচার্য্য কে সাধারণ সম্পাদক ও অমল কৃষ্ণ ভট্টাচার্য্য কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে হবিগঞ্জ জেলা বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এদিকে কৌশিক আচার্য্য পায়েল কে সভাপতি, রাহুল চক্রবর্তী কে সাধারণ সম্পাদক ও টগর আচার্য্য কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে হবিগঞ্জ জেলা ব্রাহ্মণ সংসদের যুব কমিটি ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Leave a Reply