নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনরারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, উদ্যানের বিভিন্ন স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড ও স্টিকার লাগানো এবং বৃক্ষরোপন অভিযান পরিচালনা করেছে ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জ।
সোসাইটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শনিবার (০৭ ডিসেম্বর) উদ্যানে এ কার্যক্রমের উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহমুদ হাসান।
ফটোগ্রাফিক সোসাইটি হবিগঞ্জের সেক্রেটারি মোঃ মাসুক মিয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, অতিরিক্ত সচিব ও সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি জালাল আহমেদ, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ, জাতীয় উদ্যানের সিএমসি সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন ইকবাল. হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, ডাঃ আল আমিন সুমন, সিএমসি সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সত্যেন্দ্র চন্দ্র দেব, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ।
দিনব্যপী নানা কর্মসূচিরর মধ্যে আলোচনা সভা ছাড়াও প্রকৃতির সান্নিধ্যে ছবি তোলা এবং ট্রেইল হাইকিং ছিল আকর্ষণীয়। এতে ফটোগ্রাফিক সোসাইটির শতাধিক সদস্য ছাড়াও অতিথিরা অংশ নেন।
Leave a Reply