অনলাইন ডেস্কঃ খেলা শুরুর এক ঘণ্টা আগে মজা করে নিজের ইন্সটাগ্রামে অস্ট্রেলিয়ান নারী উইকেটরক্ষক-ব্যাটসম্যান এমিলি স্মিথ হোবার্টের একাদশ দেন। এমন কাণ্ডে এক বছরের নিষেধাজ্ঞা পেলেন এই নারী ক্রিকেটার। এর মধ্যে ৯ মাসের স্থগিতাদেশ। তিন মাস পরে মাঠে ফিরতে পারবেন এই ক্রিকেটার।
মজার বিষয় হলো, বার্নিতে অনুষ্ঠিত সেই ম্যাচটি বৃষ্টির জন্য পণ্ড হয়ে যায়।
অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী আলিষ্টার নিকোলসন বলেন, ‘এটা স্মিথের নিছক মজার ভুল। কিন্তু বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আপনি দলের ভেতরকার কোনো খবর বাইরে দিতে পারবেন না। আর মজা করে দিলেও কিন্তু সেটি দুর্নীতি দমন ইউনিটের আর্টিকেল ২.৩.২ লঙ্ঘন করে। আর সেজন্য আমরা তাকে শাস্তি দিয়েছি।
সাধারণত খেলা চলাকালে খেলোয়াড়দের কাছে মোবাইল থাকে না। আর সেদিন ভারী বৃষ্টিপাত হওয়াতে তারা ড্রেসিংরুমে মোবাইল চালাচ্ছিলেন। স্মিথ তাসমানিয়া, পার্থ ও হোবার্টের হয়ে ৪৫ টি বিবিএল ম্যাচে অংশ নিয়েছেন। এছাড়াও ইংল্যান্ডের এসেক্স ঈগলের হয়েও খেলেছেন এই অস্ট্রেলিয়ান।
সুত্রঃ বিডি-প্রতিদিন
Leave a Reply