স্টাফ রিপোর্টার– বাবা’র কবরের পাশে চির নিদ্রায় শায়িত হয়েছেন হবিগঞ্জের ক্রীড়াঙ্গণের প্রিয় মুখ দেলোয়ার হোসেন ঝন্টু। গতকাল সোমবার সকাল ১১ টায় নূরপুর হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযায় অংশ নেন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ভাই হাফেজ বেলায়াত হোসেন দিপু। উল্লেখ্য, মরহুম দেলোয়ার হোসেন ঝন্টু গত রবিবার (৬ মার্চ) বেলা তিনটার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেইটে নিজ মার্কেটের ছাদে উঠলে অসাবধানবশত বিদুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিক স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৯ বছরের এক ছেলে ও মা-ভাই-বোন, আত্মীয় -স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে ।
Leave a Reply