শাহ দুলাল আহমেদ বাহুবল (হবিগঞ্জ)থেকে:জেলার বাহুবলে ৩৩৩ এ কল দিয়ে বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে।এ সময় বাল্য বিয়ে দেয়ার প্রস্তুতি নেয়ার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১০ নভেম্বর রোজ রবিবার দুপুর ১ ঘটিকায় ৩ নং সাতকাপন ইউনিয়নের মানিকপুর গ্রামে বাল্য বিবাহের এ ঘটনাটি ঘটে।
জানা যায়,উপজেলার মানিকপুর গ্রামের জুলহাস মিয়ার মেয়ে অষ্টম শ্রেনীতে পড়ুয়া সীমা আক্তারের(১৩) বিয়ের ব্যবস্থা করা হয়েছিল।
এদিকে মেঘলা দিন।৩৩৩ কল দিয়ে বিষয়টি জানায় পারভেজ হোসাইন নামের এক ব্যক্তি।
খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা হকের নির্দেশক্রমে, বৃষ্টিকে পিছনে ফেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি,উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আব্দাল মিয়া তালুকদার,মেম্বার,মহিলা বিষয়ক কর্মকর্তা,এবং তথ্যকেন্দ্র থেকে তথ্যসেবা কর্মকর্তা সকল ঘটনাস্থলে ছুটে যান।
অভিযোক্ত বিষয়টি বিচার বিশ্লেষণ,যাচাই করে সততা পাওয়ায় সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিল ভ্রামমান আদালতের মাধ্যমে ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়ের পিতা মাতা উভয়ই মুচলেকাতে স্বাক্ষর করেন,তাদের এ কাজটি সম্পন্ন বে—আইনি অন্যায় তারা বুজতে পারে।
এবং এরকম কোন অন্যায় কাজ যেন আর কেহ আয়োজন না করে এ বিষয়ে উপস্থিত সবার সম্মুখে নির্দেশনা দেয়া হয়।
Leave a Reply