মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজাসহ জাকির হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার মনতলা জগদীশপুর সড়কের নোয়াগাও যাত্রী ছাউনি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে নরসিংদী জেলার চরবেলাবো এলাকার বাসিন্দা। মাধবপুর থানার (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, জাকির হোসেন নামে ওই মাদক ব্যবসায়ীকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৭শত গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply