স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি আজ রবিবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করবেন। সকাল ১০ টায় তিনি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী ও এলাকাবাসীকে সাথে নিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে এ একাডেমিক ভবনের উদ্বোধন করবেন। এ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে উদ্বোধনী আলোচনার সভার আয়োজন করা হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাহুবল-নবীগঞ্জ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ, হবিগঞ্জ-মৌলভী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এর আগে গতকাল শনিবার রাতে প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি হবিগঞ্জ আসলে সার্কিট হাউজে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীমসহ দলীয় নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।
Leave a Reply