হবিগঞ্জ সংবাদদাতাঃ সদর উপজেলার তেতৈয়া গ্রামে সাবাজ মিয়া (২২) নামে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের ফারুক মিয়ার পুত্র। গতকাল শুক্রবার দুপুরে নিজ ঘরের তীরের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করে। জানা যায়, সাবাজ মিয়া পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক। গত কয়েকদিন যাবত সে পিতার নিকট দামী টার্চ মোবাইল ফোন কিনে দিতে বলে। কিন্তু তার পিতা ফারুক মিয়া দরিদ্র হওয়ায় ফোনটি কিনে পারছিল না। এ নিয়ে গতকাল শুক্রবার সকালে তাদের মধ্য বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সবার অগোছড়ে সাবাজ মিয়া ঘরের ভেতর তীরের মধ্যে ফাস লাগিয়ে ঝুলতে থাকে। পরে পরিবারের লোকজন বিষয়টি আচ করতে পেরে তাকে উদ্বার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
Leave a Reply