শেখ মোঃ হারুনুর রশিদ: চুনারুঘাটের গুইবিল বিওপি’র দায়িতপূ্র্ণ এলাকার পশ্চিম টিলা নামক স্থান হতে ১৫০ কেজি ভারতীয় চা-পাতা আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টরের হবিগঞ্জ ব্যাটেলিয়ন(৫৫ বিজিবি)।যার বাজার মূল্য ৪৫ হাজার টাকা।১৯ অক্টোবর শনিবার দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে গুইবিল বিওপি’র হাবিলদার মোঃ আয়নাল হকের নেতৃত্বে একদল বিজিবি এ অভিযান পরিচালনা করেন।এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি। এ তথ্য নিশ্চিত করেন বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশীদ(পিএসসি)।
Leave a Reply