মোতাব্বির হোসেন কাজল ॥ হবিগঞ্জের বাহুবলে ২ ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছে। আজ শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর নামকস্থানে এ ঘটনা ঘটে। শায়েস্তগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান,সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে বিপরীতদিক থেকে আসা একটি প্লাস্টিক পাইপ বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে পাথর বোঝাই ট্রাকের চালক বাবু মিয়া ও হেলপার রহমত আলী ঘটনাস্থলেই মারা যায়। তারা ২জন আপন চাচাতভাই।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও মরদেগুলো উদ্ধার করে।
নিহতদের বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলা শহরের নাখরাজ পাড়ার রহমত আলীর ছেলে বাবু মিয়া এবং একই এলাকার মোস্তাফার ছেলে রহমত আলী।
Leave a Reply