শেখ মোঃ হারুনুর রশিদ: চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের সিমান্তবর্তী এলাকা মানিকভান্ডার থেকে ভারতে পাচারকালে ১২০ কেজি ভারতীয় চা-পাতা আটক করেছে বিজিবি।যার বাজার মূল্য ৩৬ হাজার টাকা।১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৭টায় বিজিবি ৫৫ ব্যাটেলিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার গুইবিল বিওপি’র নায়েক সুবেদার মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি এ অভিযান পরিচালনা করেন।
এদিকে ১৬ অক্টোবর বুধবার দিবাগত রাত ৯টায় বিজিবি ৫৫ ব্যাটেলিয়নের হাবিলদার বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল বিজিবির অভিযানে সাতছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা ১০ নং চা-বাগান নামক স্থান থেকে ৩৯ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ আটক করা হয়।যার বাজার মূল্য ৫৮ হাজার ৫ শ’ টাকা।
বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ(পিএসসি)জানান,পৃথক অভিযানে আটককৃত মালামালের বিষয়ে এখনও কোন আইনি ব্যবস্হা নেওয়া হয়নি।তবে আইনি কার্যক্রম পক্রিয়াধীন।
Leave a Reply