নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীন বাংলার হবিগঞ্জ জেলা ছাত্রলীগের প্রথম সভাপতি, বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিমকে এ জেড টি কিন্ডার গার্টেনে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক এবং অভিভাবক কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়। ১৩ অক্টোবর রবিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল ওয়াহেদ তরফদার, শিক্ষানুরাগী মন্নর আলী তালুকদার মাষ্টার , আব্দুল কদ্দুছ তরফদার, স্কুলের শিক্ষক মোঃ জুনাইদ আহমেদ, হাফেজ ফোরকান আহমেদ, ইয়াছমিন আক্তার, জহুরা বেগম, শ্রী লিপি দেবনাথ অভিভাবক সৈয়দ ফরিদ আহমেদ, জাহানারা বেগম, নাজমা বেগম, সুলতানা আক্তার ও অভিভাবকসহ সকল ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এসময় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম দীর্ঘ সময় ছাত্র ছাত্রীদের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস উপস্থাপন করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন করতে গিয়ে এই দেশপ্রেমিক মুক্তিযুদ্ধা বার বার কান্নার ভেংগে পরেন এবং আবেক আপ্লুতভাবে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ ইতিহাস উপস্থাপন করেন।
এই দেশপ্রমিক মুক্তিযোদ্ধা এ জেড টি কিন্ডারগার্টেন এর শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের লেখাপড়ার মান দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। কিন্ডার গার্টেনকে আরও আধুনিকায়ন ও যুগপযোগী ডিজিটাল ডিভাইসের মাধ্যমে শিক্ষার কার্যক্রম পরিচালনা করার জন্য পরামর্শ প্রদান করেন।এছাড়াও মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান প্রদানের জন্য শিক্ষক ও পরিচালকদের পরামর্শ প্রদান করেন।
Leave a Reply