প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল হতে হিন্দু কল্যান ট্রাষ্টের মাধ্যমে বাহুবলের সাতটি সার্বজনীন দূর্গামন্দিরের উন্নয়নের জন্য ১ লাখ ৪৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক স্ব-স্ব মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে
অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পূজা পরিষদের যুগ্ম-সম্পাদক নিরঞ্জন সাহা নীরু, উপজেলা পূজা পরিষদের সভাপতি মনোরঞ্জন রায়, সম্পাদক নিখিল সাহা, দপ্তর সম্পাদক উত্তম লৌহ, লামাতাশী ইউনিয়নের পূজা পরিষদের সভাপতি কিতিন্দ্র দেবসহ পূজা পরিষদের নেতৃবৃন্দ। উল্লেখ্য সাতটি মন্দিরে ১ লক্ষ ৪৫ হাজার টাকার চেক বরাদ্দ হয়। এর মধ্যে গাংধার সার্বজনীন দূর্গা মন্দিরে ২৫ হাজার টাকা এবং মন্ডল কাপন, মিতালি সংঘ, আমতলী, বালুচরা, কামাইছড়া ও চিতলাচরা সার্বজনীন মন্দিরগুলোতে প্রত্যেককে ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। বরাদ্দ টাকার চেক পাওয়ায় মন্দিরগুলোর সভাপতি/সম্পাদকসহ বাহুবল পূজা পরিষদের নেতবৃন্দ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
Leave a Reply