নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামের কৃতি সন্তান লন্ডন ট্রাডিশন এর কর্ণধার মো: মামুন চৌধুরী “বৃটিশ বাংলাদেশ চেম্বার এন্ড ইন্ডাস্ট্রি” কর্তৃক “বর্ষসেরা উদ্যোক্তা” নির্বাচিত হয়েছেন। গতকাল এক জমকালো আয়োজনের মাধ্যমে সম্মাননা পদক প্রদান করে বৃটিশ বাংলাদেশ চেম্বার এন্ড ইন্ডাস্ট্রি।
উল্লেখ যে, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স নব্বই হয়েছিল ২০১৬ সালে। সে উপলক্ষে বার্মিংহাম প্যালেস একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়। এতে মামুন চৌধুরীকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়, যার শিরোনাম ছিল ‘এ লেভেল অব কোয়ালিটি’।
ডাফেল কোটকে সময়োপযোগী করার কারণে লন্ডন ট্র্যাডিশন কুইন্স অ্যাওয়ার্ডও জিতেছে ২০১৪ সালে। কুইন্স অ্যাওয়ার্ড ব্রিটেনের ব্যাবসায়িক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মানজনক পদক। দীর্ঘ সময় মামুন চৌধুরীর সঙ্গে কথা বলে সম্মাননা স্মারকও তুলে দেন রানি । এছাড়া মামুন চৌধুরীর উৎপাদিত পোশাকের ৯০ শতাংশ বিদেশে রপ্তানি হয় শুনে খুব খুশি এবং সন্তুষ প্রকাশ করেন রানি।
Leave a Reply