অনলাইন ডেস্কঃ চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ইতিমধ্যে পারফরম্যান্সে ঝড় তুলেছেন ১৬ বছর বয়সি আনসু ফাতি। দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েই গোল করার পাশাপাশি গোলের যোগান দিয়েও নিজের জাত চিনিয়েছেন তিনি।
গিনি-বিসাউ জন্মগ্রহণ করলেও তার জীবনের বড়ো একটা সময় তিনি স্পেনেই কাটিয়েছে। তিনি তার জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য স্পেন সরকারের অপেক্ষায় ছিলেন। শুক্রবার দুপুরে এক ঘোষণার মাধ্যমে ফাতিকে স্পেনের নাগরিকত্ব প্রদান করা হয়।
এর ফলে সামনের মাসে ব্রাজিলে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে স্পেনের হয়ে অংশ নিতে পারবেন তিনি। স্পেনের মন্ত্রিপরিষদ বিষয়টি তদারকি করছে। তারা ফাতিকে নতুন পাসপোর্ট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। স্পেন সরকার তার পরিচয়পত্র দেওয়ার জন্য তিন মাসেরও বেশি সময় নিয়েছেন।
সুত্রঃ ইত্তেফাক
Leave a Reply