বুধবার, ০৭ জুন ২০২৩, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চাপায় শিবলী হাসান (১৭) নামে এক নবম শ্রেণীর ছাত্র নিহত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত ক্ষতিগ্রস্থ ১২ পরিবারের পাশে দাড়িয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বাস চাপায় সিরাজুল ইসলাম (৭০) এক বৃদ্ধ নিহত স্ত্রীকে নিয়ে পবিত্র হজ্জে যাওয়া হল না ব্যবসায়ী আব্দুল হালিমের। চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২ রাস্তা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে টেটাবিদ্ধ মইনুল ইসলাম চুনারুঘাট উপজেলা ও বানিয়াচং উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু মিঠামইনের বায়েরচর গ্রামে বিষপানে মা ও ছেলের মৃত্যু মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীকে আরো একটি মামলায় আসামী

চুনারুঘাট-মাধবপুরবাসী মন্ত্রী পেল ৪ জন মাহবুব আলী বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯
  • ৫৫০ বার পঠিত

ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট॥ চা বাগান ও পাহাড় অধ্যুষিত চুনারুঘাট-মাধবপুর আসনটি বরাবরের মতো এবারো মন্ত্রীর মর্যাদায় আসিন হলো। ইতিপূর্বে এ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পর ৩ জন মন্ত্রীর পর ২০১৯ সালের মহাজোটে সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন সিলেট বিভাগে সর্বোচ্চ ভোটে নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট মাহবুব আলী। তাকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। এতে চুনারুঘাট-মাধবপুর তথা হবিগঞ্জবাসী মহাখুশি। একজন প্রতিমন্ত্রী হিসেবে এ্যাডভোকেট মাহবুব আলী গতকাল সোমবার যথারীতি শপথ নিয়েছেন। এপর্যন্ত চুনারুঘাট-মাধবপুর আসনে ৪জন মন্ত্রী হলেন। উল্লেখ্য যে, ১৯৮১সালে জিয়াউর রহমান ও আব্দুস ছাত্তার শাসিত সরকারের আমলে এ আসন থেকে জনশক্তি ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মরহুম সৈয়দ মহিবুল হাসান। পরে তাকে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। তিনি চুনারুঘাট সদর ইউপির নরপতি গ্রামের বাসিন্দা। ১৯৮৮ সালে এরশাদ সরকারের কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মাধবপুর উপজেলার নোয়াপাড়া (ইটাখোলার) বাসিন্দা সৈয়দ মোঃ কায়সার। তিনি বর্তমানে মানবতা বিরোধী অপরাধে কারান্তরিন আছেন। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন পান চুনারুঘাটের উবাহাটা ইউপির কুটিরগাঁও গ্রামের মরহুম এনামুল হক মোস্তফা শহীদ। তিনি এ আসন থেকে ৬ বার এমপি নির্বাচিত হয়েছিলেন। একইভাবে আওয়ামী লীগ সরকারের দু’বারের এমপি এ্যাডভোকেট মাহবুব আলী ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের বাসিন্দা। বর্তমানে মাধবপুর উপজেলা সদরে বসবাস করছেন। এক কথায় এ আসনবাসী ৩ জন প্রতিমন্ত্রী ও ১ জন পূর্ণমন্ত্রী পাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে ২ জন মাধবপুরের ও ২ জন চুনারুঘাটের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com