অনলাইন ডেস্কঃ এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। মঙ্গলবার রাতে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। বুধবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।
ববি বলেন, ‘গত কয়েকদিন ধরেই আমি জ্বর জ্বর অনুভব করছিলাম। তাই মনে হলো আমার রক্ত পরীক্ষা করা দরকার। পরে স্কয়ার হাসপাতালে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। আপাতত কিছুটা সুস্থবোধ করলেও ডাক্তাররা আরো বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।
আসন্ন ঈদে তার ‘বেপরোয়া’ ছবিটি মুক্তি পাচ্ছে। এতে ববির বিপরীতে প্রথমবারের মতো চিত্রনায়ক জিয়াউল হক রোশান অভিনয় করেছেন। ‘বেপরোয়া’ পরিচালনা করেছেন ওপার বাংলার নির্মাতা রাজা চন্দ্র। আর প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। ছবিটি দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।
সৌজন্যেঃ ইত্তেফাক
Leave a Reply