শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাহুবলে সড়ক দুর্ঘটনায় ২ যুবক গুরুতর আহত ॥ সিলেট প্রেরণ চাকুরীতে কোটা বাতিলের দাবিতে শায়েস্তাগঞ্জে মহাসড়ক অবরোধ জেলার বিভিন্ন স্থানে পুলিশের সাড়াশি অভিযান ॥ বিপুল পরিমান মাদক ও চোরাই টমটমসহ গ্রেফতার ৫ বাহুবলে রাস্তার পাশ থেকে এক নবজাতক উদ্ধার আজমিরীগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আয়া মায়া রাণীর অপচিকিৎসায় প্রসূতি মহিলার মৃত্যুর অভিযোগ লাখাই-হবিগঞ্জ সড়কের ব্রিজের নীচ থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার নবীগঞ্জে ৩টি ওয়ারেন্টে মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী এস এম আলী গ্রেফতার চুনারুঘাটে ডিবি’র পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ ৪৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকার ও সিএনজি গাড়ী আটক হবিগঞ্জের আলোচিত সানজানা শিরিনের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সুতাং ব্রীজে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ মহিলা নিহত

বিবেচনায় কি ফিরবেন এনামুল?

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৩৭৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ২০১৯ বিশ্বকাপের দল প্রায় ঠিকই হয়ে আছে। গত কিছুদিন ধরে এ কথাই বলে আসছেন নির্বাচকরা। সঙ্গে অবশ্য এ রকম একটি পাদটীকাও তাঁরা জুড়ে দিচ্ছেন যে, ‘বিশ্বকাপ দলের একটি রূপরেখা চূড়ান্ত হয়েই আছে। তবে এর মধ্যে যদি কেউ দুর্দান্ত কিছু করে ফেলে, তাহলে ভিন্ন কথা।’ ভিন্ন সেই ভাবনায় তাঁদের নিয়ে যাওয়ার মতো পারফরম্যান্সও যে কেউ কেউ করছেন না, তাও নয়। চলতি ঢাকা প্রিমিয়ার লিগেই (ডিপিএল) আছেন উল্লেখযোগ্য বেশ কয়েকজন পারফরমার। আপাতত সবার আগে আসছে এনামুল হকের নামই। গতকাল ফতুল্লায় আবাহনীর বিপক্ষে করেছেন আসরে তাঁর টানা তৃতীয় সেঞ্চুরি।

যে সেঞ্চুরি দিয়ে তিনি পাশে বসলেন মোহাম্মদ আশরাফুলেরও। ‘লিস্ট এ’ ক্রিকেটের এক আসরে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরির রেকর্ড এখনো বাংলাদেশ দলের সাবেক অধিনায়কেরই আছে। যেটি গড়ার পথে গত আসরে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ডিপিএল ইতিহাসে প্রথমবারের মতো টানা তিন ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন আশরাফুল। গত আসরে প্রথম পর্বের শেষ রাউন্ডে মোহামেডানের বিপক্ষে ১২৭ রান করা ব্যাটসম্যান রেলিগেশন লিগের দুই ম্যাচেও ছুঁয়েছিলেন তিন অঙ্ক। অগ্রণী ব্যাংকের বিপক্ষে ১০৩ রান করার পর ব্রাদার্স ইউনিয়ন ম্যাচেও খেলেছিলেন ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস। তাঁর দল প্রথম বিভাগে অবনমিত হয়ে গেলেও রেকর্ডের পাতায় ঢুকে যাওয়া আশরাফুলের পাশে নিজের নামও টুকে নেওয়া এনামুলের ব্যাটেও এখন রানবন্যা। শেষ তিন ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়কের ইনিংসগুলো দেখুন—লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে অপরাজিত ১০০, শেখ জামাল ধানমণ্ডির বিপক্ষে ১০১ ও আবাহনীর বিপক্ষে ১০২!

আসরের প্রথম দুই ম্যাচে ভালো শুরু পেয়েও কাজে লাগাতে না পারা এনামুলের সবশেষ তিন ম্যাচের পারফরম্যান্স কি নির্বাচকদের ভাষ্যানুযায়ী ‘দুর্দান্ত কিছু’র মধ্যে পড়ছে? প্রশ্নটা শুনেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের জবাব, ‘অবশ্যই পড়ছে। টানা তিন ম্যাচে সেঞ্চুরি অবশ্যই বড় অর্জন। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সেও আমরা নজর রাখছি। যারা যারা পারফরম করছে, তারা কেউ আমাদের চোখের আড়ালে নেই।’ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে অনেক আগেই জাতীয় দলের বিবেচনার বাইরে চলে যাওয়া ফরহাদ রেজার অন্তত বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক দলে থাকার তথ্য দিয়ে মিনহাজুলরা সে দাবিকে জোরালোও করতে পেরেছেন। অবশ্য তিনি এটিও চান যে পারফরমারের সংখ্যাধিক্যে তাঁদের কাজটি কঠিনও হয়ে যাক, ‘আমরা তো বিশ্বকাপ দল নিয়ে বসিনি এখনো। চাইব এর আগে যেন অনেক পারফরমার থাকে। সবাইকে তো আর সুযোগ দেওয়া যাবে না। তবে পারফরমার বেশি থাকার সুবিধা হলো অনেক ক্ষেত্রে বিকল্পের দরকার হলে ফর্মে থাকা এদের মধ্য থেকেই বেছে নেওয়া যায়।’

সে রকম কোনো পরিস্থিতিতেও কারো কারো জন্য খুলে যেতে পারে বিশ্বকাপের দরজা। ২০১৫ বিশ্বকাপে এনামুলের ইনজুরিতেই যেমন উড়ে গিয়েছিলেন ইমরুল কায়েস। নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ড ম্যাচে –

সৌজন্যে :কালের কন্ঠ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com