বিনোদন ডেস্ক: এবার ভারতে বিজ্ঞাপনের মডেল হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেখানকার বালি হেয়ার অয়েল নামের একটি বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া নিজেই।
ঢাকা ছাড়ার আগে দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘২০ মার্চ কলকাতায় “বিবাহ অভিযান” ছবির জন্য লুকটেস্ট হবে। এরপর যাব মুম্বাইয়ে। সেখানে বালি হেয়ার অয়েল নামে একটি তেলের বিজ্ঞাপনের শুটিংয়ে করবো। এর শুটিং শেষ করে, ছবির শুটিংয়ে অংশ নেব। লম্বা সফর, ফিরতে একটু সময় লাগবে। আশা করি, এপ্রিলের মধ্যেই ফিরে আসতে পারবো।’
কলকাতার নির্মাতা বিরসা দাশগুপ্তের পরিচালনায় ‘বিবাহ অভিযান’ ছবিতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ। ছবিতে গ্লামার গার্ল বা ফ্যাশনেবল ধাঁচের মেয়ে হিসেবে দেখা যাবে তাকে। এর আগে, যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’তেও জুটি হয়েছিলেন নুসরাত ফারিয়া ও অঙ্কুশ।
এদিকে, শাপলা মিডিয়ার ব্যানারে নতুন আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ফারিয়া। এই ছবিতেও তার সঙ্গে জুটি বাঁধবেন কলকাতার নায়ক অঙ্কুশ।
উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন ঢাকাই মডেল-উপস্থাপক নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
সুত্র: আমাদের সময়
Leave a Reply