স্পোর্টস ডেস্ক:হঠাৎ ছন্দপতন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হার। দলের এমন ব্যর্থতা বিশ্বকাপের আগে যেন বাস্তবতাকে মনে করিয়ে দিয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। তার মতে, আসছে বিশ্বকাপে কেউই ফেভারিট নয়।
বুধবার দিল্লির ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে অস্ট্রেলিয়ার কাছে ৩৫ রানে হারে ভারত। ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় অজিরা। অথচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। পরের তিন ম্যাচে আর ছন্দ ধরে রাখতে পারর না তারা।
সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে বিশ্বকাপ প্রসঙ্গে কথা বললেন কোহলি, “সত্যি বলতে বিশ্বকাপে সব দলই হুমকি। বিশ্বকাপে যে কোনো দল জেগে উঠতে পারে। যদি সেটা হয় তবে তাদের থামানো সত্যিই, সত্যিই খুব কঠিন হবে।”
“আমি মনে করি না, কোনো দল বিশ্বকাপে ফেবারিট হিসেবে শুরু করবে। যেকোনো দলই ভয়ংকর হয়ে উঠতে পারে।”
“আপনারা দেখেছেন, ওয়েস্ট ইন্ডিজ কিভাবে জেগে উঠেছে। তারা বিশ্বকাপে বড় হুমকি হবে। কারণ তারা ভারসাম্য পেয়ে গেছে। ইংল্যান্ড খুব শক্তিশালী দল হবে। অস্ট্রেলিয়াকেও ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে, আমরাও শক্তিশালী। নিউ জিল্যান্ড ভালো দল, পাকিস্তান তাদের দিনে যে কাউকে হারাতে পারে।”
সুত্র: দেশ রূপান্তর
Leave a Reply