বিনোদন ডেস্কঃ : মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘অবতার’ নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা ও সিলেটী বধু মাহিয়া মাহির। নতুন বছরে এটিই তার প্রথম ছবি। মাহির বিপরীতে এ ছবিতে অভিনয় করবেন জে এইচ রুশো। কয়েকদিন পর ছবিটি সেন্সরে জমা হবে বলে জানান ছবির নির্মাতা।
ছবিটিতে অভিনয়ের পাশাপাশি পর ‘রঙিলা বেবি’ শিরোনামের একটি আইটেম গানে দেখা যাবে তাকে। আর ছবিটিতে মাহির ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আমিন খান। মূলত তাকেই সমাজের ‘অবতার’ হিসেবে দেখা যাবে।
এ ছবিতে মাহি, আমিন খান ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুব্রত প্রমুখ।
সম্প্রতি মাহি অভিনীত ও বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগৎ’ ছবিটি মুক্তি পায় বিভিন্ন প্রেক্ষাগৃহে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ডিএ তায়েব।
Leave a Reply