সাইফ আলী খানের সঙ্গে প্রেম করে বিয়ে করেন বলিউড সেনসেশন কারিনা কাপুর।এর আগেও তার একাধিক প্রেমের কথা শোনা যায়।সেই সম্পর্কে এতদিন মুখ না খুললেও এবার সে সম্পর্কে খোলামেলা কথা বলেছেন এই সুদর্শনী।
সম্প্রতি নির্মাতা করণ জোহরের ‘কফি উইথ করণ’-শোতে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে হাজির হয়েছিলেন কারিনা কাপুর। সেখানে প্রথম প্রেমিক, সাইফ আলী খানের সাবেক স্ত্রীর সঙ্গে তার সম্পর্কসহ ব্যক্তিগত নানা বিষয় নিয়ে মুখ খুলেন কারিনা।
বলিউডের সারাজাগানো অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে একটা সময় গভীর প্রেম ছিল কারিনা কাপুরের। এই জুটির প্রেম তখন বলিউড জগতে বেশ আলোচিত হচ্ছিল। কিন্তু সে সম্পর্ক একটা পর্যায়ে ভেঙে যায়, বিয়ে পর্যন্ত গড়ায়নি।
শহীদের সঙ্গে বিচ্ছেদের পর কারিনা যখন সিঙ্গেল তখন সাইফ আলী খানও সিঙ্গেল ছিলেন। ওই সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।কিন্তু কে প্রথম কাকে প্রস্তাব করেন সে বিষয়ে কথা বলেন কারিনা।
এদিন সাইফের সঙ্গে তার সম্পর্কের শুরুর কথা বলতে গিয়ে কারিনা জানান, গ্রীসে সাইফ তাকে প্রথম প্রেম নিবেদন করেন। তিনি আরও জানান, ‘তশন’ ছবির ‘ছলিয়া ছলিয়া’ গানের শুটিংয়ের সময় সাইফ তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।
কারিনার ভাষ্য, একদিন সকালে উঠে হঠাৎ সাইফ বলল, চলো বিয়ে করে ফেলি। সাইফ বলে, চলো এখানকার কোনো চার্চে যাই আর বিয়ে করি। ও (সাইফ) বলে আমি কোনো কিছুকে তোয়াক্কা করি না, বাকি জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই।এরপর কারিনাও হ্যা সূচক জবাব দেন।পরে দুজনে সাতপাকে বাধা পড়েন।
সাইফ আলী খানের সাবেক স্ত্রী অমৃতার সঙ্গে কারিনার সম্পর্কের বিষয়ে এই নায়িকা বলেন, অমৃতার সঙ্গে তার কোনোদিনই দেখা হয়নি। কথাও হয়নি। তবে আমি অমৃতাকে শ্রদ্ধা করি।
এর কারণ হিসেবে কারিনা জানান, সাইফ আলী খানের সঙ্গে তার আলাপ হয় অমৃতার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যাওয়ার বহু বছর পর। সাইফ সেসময় কারোর সঙ্গেই ছিল না, একলা ছিল।
সুত্রঃ যুগান্তর
Leave a Reply