নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক আলোচিত নাম আবির খাঁন।মেধা, মনন, কর্মদক্ষতা ও যোগ্যতা দিয়ে অতি অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন এই তরুন অভিনেতা। ছোটকাল থেকেই অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক ছিল অভিনেতা আবির খাঁনের। ছোটবেলায় মঞ্চ অভিনয় দিয়ে অভিনয়ের হাতে খড়ি এ অভিনেতার। মেহেরপুর জেলার নিজ গ্রাম মহম্মদপুরে বিভিন্ন গ্রাম্য মঞ্চ নাটকে অভিনয় করে ছোটকালেই দর্শকদের মন জয় করেছিলেন তিনি। উচ্চশিক্ষা গ্রহণের সুবাদে ঢাকায় এসে খ্যাতিমান চলচ্চিত্র তারকা ও কলাকুশলীদের সংস্পর্শে আসার সুযোগ পান তিনি। নিজ যোগ্যতার প্রমাণ দিয়ে “প্রকাশ ” নামক নাটকে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি। নাটকটিতে তাঁর অভিনয়ে মুগ্ধ হয় নাটকটির কলাকুশলীরা। সেই সাথে তিনি তাঁর অভিনয়ের কারণে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। তার পর থেকে আবির খাঁনকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক অসংখ্য নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। আবির খাঁন অভিনীত নাটকগুলোর মধ্যে রিক্সা, মানিব্যাগ, প্রজাপতি, লেখক, শেষ পৃষ্টা, চোরের বিবাহ বার্ষিকী ও উৎকোচ অন্যতম। প্রয়াত সফল চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত “ভূল যদি হয়” চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন অভিনেতা আবির খাঁন। উক্ত চলচ্চিত্রে অভিনয় করে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হন তিনি। এরপর “কত স্বপ্ন কত আশা” চলচ্চিত্রে সৎ পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন আবির খাঁন। সম্প্রতি ৮ই ফেব্রুয়ারি সারাদেশে সকল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তারেক শিকদার পরিচালিত নায়ক বাপ্পী চৌধুরী ও আবির খাঁন অভিনীত “দাগ হৃদয়ে ” চলচ্চিত্র। উক্ত চলচ্চিত্রে আবির খাঁন পার্শ্ব অভিনেতা হিসেবে অভিনয় করেছেন। চলচ্চিত্রটিতে আবির খাঁনকে নায়ক বাপ্পী চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধুর চরিত্রে দেখা যাবে। ডলি জহুরের সাথে মা নামক একটি গানে মডেল হিসেবে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন হালের এই তরুন অভিনেতা। বর্তমানে আবির খাঁন বেশ কয়েকটি নাটকের শুটিংয়ের কাজে নেপালে ব্যস্ত সময় পার করছেন।
Leave a Reply