স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। মার্টিন গাপটিলের দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটের জয় পায় স্বাগতিকরা। আগের ম্যাচেও গাপটিলের অপরাজিত সেঞ্চুরিতে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড। আর দ্বিতীয় ওয়ানডে হেরে ২-০ ব্যবধানে সিরিজ হাতছাড়া হয়েছে মাশরাফি বিন মর্তুজার দলের।
শনিবার ক্রাইস্টচার্চে টস হেরে ব্যাট করতে নেমে কিউইদের বোলিং তোপের মুখে পড়ে বাংলাদেশ। দলীয় ৮১ রানের মধ্যে লিটস দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার ও মুশফিকুর রহিম বিদায় নেন। মাঝে কিছুটা প্রতিরোধ গড়ে তুলে হাফসেঞ্চুরি করেন মোহাম্মদ মিঠুন। সাব্বির রহমানের সঙ্গে তিনি ৭৫ রানে জুটি গড়লে দুইশ’ রানের কোটা পেরোয় টাইগাররা।
৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৬ রানের স্কোর করে বাংলাদেশ।
জবাবে মার্টিন গাপটিলের মারকুটে ১১৮ রান ও কেইন উইলিয়ামসনের অপরাজিত ৬৫ রানে ভর করে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেন গাপটিল।
আগামী ২০ ফেব্রুয়ারি ডানেডিনে সিরিজের তৃতীয় ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
Leave a Reply