অনলাইন ডেস্কঃ তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা যখন ব্যর্থ, তখন দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্যুতি ছড়ালেন মোহাম্মদ মিঠুন। তার ব্যাটে নেপিয়ারে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিন অঙ্কে পৌঁছানোর আগে অলআউট হওয়ার লজ্জা এড়িয়েছে বাংলাদেশ।
অষ্টম উইকেট জুটিতে মিঠুনকে ভালো সঙ্গ দিয়েছেন মোহাম্মদ সাউফউদ্দিন (৫৮ বলে ৪১ রান)। এই জুটিতে এসেছে গুরুত্বপূর্ণ ৮৪ রান। তাতে যেন হালে পানি পায় মাশরাফী বিন মোর্ত্তজার দল। নির্ধারিত ওভারের সাত বল আগে গুঁড়িয়ে যাওয়ার আগে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৩২ রান। এর মধ্যে মিঠুন ও সাইফউদ্দিনের রানই ১০৩!
অষ্টম ওভারের শেষ বলে মুশফিকুর রহিম আউট হলে উইকেটে আসেন মিঠুন। পরিস্থিতির গুরুত্বটা বুঝতে পেরেছিলেন পাঁচ নম্বরে নামা এই ব্যাটসম্যান। উইকেটে পড়ে থাকেন মাটি কামড়ে। মাত্র ৪২ রানে চার উইকেট হারানো দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব মিঠুন তুলে নেন নিজের কাঁধে।
দলকে এগিয়ে নেওয়ার পথে মিঠুন মাহমুদউল্লাহ সঙ্গে ২৯, সাব্বির রহমানের সঙ্গে ২৩, মেহেদি হাসান মিরাজের সঙ্গে ৩৭ ও সাইফউদ্দিনের ৮৪ ও মাশরাফীর সঙ্গে ১৪ রানের জুটি গড়েন। বাংলাদেশ দলের পুরো ইনিংসই যেন হয়ে ওঠে মিঠুনময়।
এর মধ্যে ওয়ানডে ক্রিকেটে তৃতীয় অর্ধশতকের দেখা পেয়ে যান মিঠুন। ৭৩ বলে চার বাউন্ডারিতে অর্ধশতক পূর্ণ করা ডানহাতি এই ব্যাটার শেষ পর্যন্ত উইকেট ছাড়া হন দলীয় ২২৯ রানে। এর আগে করেন ৬২ রান। তার বলের ইনিংসটিতে রয়েছে পাঁচটি চারের মার। আর এক রান করতে পারলে ওয়ানডেতে নিজের সর্বোচ্চ ৬৩ রানের ইনিংসটিই স্পর্শ করতে পারতেন মিঠুন।
Leave a Reply