নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রয়ারী) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক মো: রবিউল্ল্যার নেতৃত্বে এসআই রফিকুল ইসলামসহ একদল রেইডিং পার্টি হবিগঞ্জ সদর মডেল থানাধীন নিবার্চন কর্মকর্তার কার্যালয়ের সামনে হবিগঞ্জ টু শায়েস্তাগঞ্জ রাস্তার পূর্ব পাশে ফুটপাত এলাকায় অভিযান চালিয়ে আঃ সালাম (৪২) কে আটক করেন। আটক আ: সালাম নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা এলাকার আব্দুল মন্নাফের পুত্র। এ তথ্য নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক মো: রবিউল্ল্যা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক পাচারকালে আ: সালামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাত ৯ টায় হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply