হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে জামায়াত নেতা ইকবাল বাহার ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া ও তার পরিবারের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মে) সকালে মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিট ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিট ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়ের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক পংকজ কান্তি দাশ পল্লবের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মুন্সি আব্দুর রহিম জুয়েল, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ আহমেদ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাশিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা রাশেদুল হাসান চৌধুরী কাজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ চৌধুরী, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সহ-সভাপতি বাকী বিল্লাহ তরফদার, প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের আহবায়ক ফখরুদ্দিন খান পারভেজ, যুগ্ম-আহবায়ক সমীরণ কিশোর দাশ, সদর সন্তান কমান্ডের সভাপতি মিজানুর রহমান, পৌর সন্তান কমান্ডের সভাপতি সাইফুল ইসলাম, বানিয়াচং উপজেলা সন্তান কমান্ডের সভাপতি তানভীর হোসাইন পলাশ, সহ-সভাপতি নিশাদ রহমান, জুবায়ের আহমেদ নাজু, শামীম মিয়া, শিপন মিয়া, লিটন মিয়া প্রমূখ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ আলম, সফিক মিয়া, খসরু মিয়া, কিতাব আলী ইমন, বাবুল মিয়া, রহমত আলী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বীরমুক্তিযোদ্ধা ধন মিয়া ও তার পরিবারের লোকজনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তারা এ হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবী জানান। পরিশেষে বীরমুক্তিযোদ্ধারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলীপি প্রদাণ করেন।
Leave a Reply