অনলাইন ডেস্ক:২০১৫ সালের পর আর রূপালি পর্দায় দেখা যায়নি বিপাশা বসুকে। অভিনয় থেকে দূরে থাকার কারণও এত দিন বলছিলেন না। সম্প্রতি ‘আদাত’ ছবিতে নাম লিখিয়ে নীরবতা ভেঙেছেন বলিউডের এই বাঙালি অভিনেত্রী।
তারকাখ্যাতির ভয়ে অভিনয় থেকে দূরে ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে একটি ভারতীয় সংবাদমাধ্যমকে বিপাশা বলেন, ‘আমি কখনো হতাশ মানুষ নই। সবসময় নিজের নিয়মে চলেছি। তারকাখ্যাতির ভয়ে নয়; প্রাসঙ্গিকতা হারানোর ভয়ে অভিনয় থেকে দূরে ছিলাম।’
প্রথম ছবি ‘আজনাবি’ করার পর অভিনয়ে নিয়মিত হন বিপাশা। এরপর নো এন্ট্রি, অল দ্য বেস্ট, বাঁচনা অ্যাই হাসিনো, রেস, ধুম টু, ফির হেরা ফেরি, হাম কো দিওয়ানা কার গায়ে, জিসম, আঁখে, এবং রাজ’র মতো ব্যবসাসফল ছবিতে অভিনয় করেন।
এত দিন বাদে অভিনয়ে ফেরার প্রাক্কালে বিপাশা বলেন, ‘আমার চাওয়া সব সময় কম। শুরু থেকেই আমি এমন। সব সময় ভেবেচিন্তে সামনে পা বাড়াতে চাই।’
৪০ বছর বয়সী এই অভিনেত্রী ২০১৬ সালে বিয়ে করেন করণ সিং গ্রোভারকে। নতুন ছবি ‘আদাতে’র মাধ্যমে দুজনকে আবার একসঙ্গে দেখা যাবে।
অভিনয় বিপাশার প্যাশন ঠিকই, কিন্তু সংসার তার কাছে সবার উপরে, ‘আমি সেই ১৫ বছর বয়স থেকে কাজ করছি। স্কুলে থাকতে মডেল হয়েছি। ১৯ বছর বয়সের পর প্রথম ছবি করি। এখন আমার কাছে সংসার সবার আগে। বিয়ের পর যাদের সঙ্গে যুক্ত হয়েছি তাদেরকে নিয়ে প্রচুর সময় কাটাই।’
Leave a Reply