শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ত্রুটিপূর্ণ ২৩টি যানবাহনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার কাছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্ট সিএনজি, মোটরসাইকেল ও জীব গাড়িসহ ২৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে ওই পরিমাণ জরিমানা আদায় করে। এ সময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। এসব তথ্য নিশ্চিত করে ইউএনও মোঃ মিনহাজুল ইসলাম বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
Leave a Reply