নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে র্যাব-৯ এর অভিযানে ১৮ কেজি গাজাঁসহ দুই জন পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে (২৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৪নং পাইকপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দেউন্দি চা বাগানের বসুন্ধরা ব্রীজের উপর অভিযান চালিয়ে ১৮.৫০ কেজি গাজাঁ সহ দুই পেশাদার মাদক কারবারিকে আটক করেন। তারা হলেন, উপজেলার কাঁঠালবাড়ী এলাকার মো: ওয়াহিদ মিয়া ছেলে মোঃ শাহজাহান মিয়া (২৫), হলহলিয়া গ্রামের মর্তুজ মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৬)। পরবর্তী র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয় ।
Leave a Reply