মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার শাহপুর ফতেহ গাজী মাজার এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুল করিম (২২) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন এ দন্ডাদেশ প্রদান করেন। আব্দুল করিম
চুনারুঘাট উপজেলার শানখোলা পানছড়ি গ্রামের আব্দুল গণি মিয়া। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ফতেহ গাজী মাজারের পুর্ব পাশ থেকে ওই যুবক অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল। এসময় ভ্রাম্যমান আদালত তাকে হাতেনাতে একটি ট্রাকসহ আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। এ অভিযানকে সহায়তা করেন মাধবপুর থানা পুলিশ।
Leave a Reply