বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়ক নিরব। মডেলিং ও চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। ব্যস্তার মাঝেও শোনালেন এক নতুন খবর। আবারো কন্যা সন্তানের বাবা হলেন নিরব।
গেল ১৮ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন নিরবের স্ত্রী তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি। মা-মেয়ে দুজনেই এখন সুস্থ রয়েছেন। নিরব তার দ্বিতীয় কন্যার নাম রেখেছেন সাওদা হোসেন যুওয়াইনাহ্।
বুধবার বিকেলে বলেন, ‘মা-মেয়ে দুজনেই এখন সুস্থ রয়েছেন। আমরা অনেক খুশি। সবাই আমাদের সন্তানের জন্য দোয়া করবেন।’
উল্লেখ, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। ২০১৭ সালের ২৩ মে তাদের ঘরে প্রথম সন্তান সুহাইমা হোসেন যুওয়াইনাহ্র জন্ম হয়।
Leave a Reply