নুর উদ্দিন সুমন : শুধু আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধী গ্রেফতারই নয়, জনকল্যাণেও নানা কাজ করে থাকে পুলিশ। গতকাল বিকেলে এমনই চিত্রের দেখা মিললো শায়েস্তাগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কের নতুনব্রিজ গোলচত্বর-এলাকায়। ঢাকা সিলেট মহাসড়কে গোলচত্বরের হবিগঞ্জ জেলা সদরের প্রধান সড়কের প্রবেশ মুখের রাস্তার ঝুকিপূর্ণ ভয়ঙ্কর মরণফাদ গর্তগুলো ইট দিয়ে ভারাট করতে দেখা যায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে ওসির। জেলা সদরের প্রবেশমুখের রাস্তাটি গর্তের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। যানবাহন পথচারী থেকে এলাকাবাসীর ভোগান্তির শেষ ছিল না। এসব যন্ত্রণা থেকে মুক্তি দিতে রাস্তাটি সংস্কারের এ উদ্যোগ নেন হাইওয়ে থানার ওসি মো: মাইনুল ইসলাম । এরআগে নতুন ব্রিজটিকে দৃষ্টিনন্দন করার লক্ষ্যে কাজ শুরু করেন। অবৈধ স্থাপনাগুলো মহাসড়ক থেকে ১০০ গজ দূরে সরিয়ে দেওয়া হয়। এতে একদিকে জায়গাটি যানজট মুক্ত হচ্ছে, অন্যদিকে মনোরম পরিবেশে বেড়ানোরও সুযোগ পাবেন আগন্তুক। পুলিশের এমন জনহিতকর কাজ দেখে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ বাসস্ট্যান্ড এলাকার এক ব্যক্তিও এ কাজে অংশ নেন। এ বিষয়ে এ সড়ক দিয়ে যাতায়াতকারী আব্দুল মন্নান জানান, সমাজে ওসির মত অনেক লোক রয়েছেন। কিন্তু তারা মানুষের কল্যানের কথা ভাবেন না। মটর মালিক গ্রুফের লাইন ম্যানাজার মো: রফিক মিয়া জানান, ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলা সদরের একমাত্র প্রবেশমুখ সড়কটি খুবই ব্যস্ততম । বর্ষা মৌসুমে বৃষ্টি ও ভারী যানবাহন চলাচলে রাস্তা ভেঙে গেলে সড়ক ও জনপথ বিভাগের কেউ খবরও নেয়নি। স্থানীয় ইউপি সদস্য মো: চান্দ আলী জানান, এলাকার মহাসড়কের জেলার প্রধান সড়কের ছোটবড় গর্ত। বর্ষায় ওই এলাকায় চলাচলও দুষ্কর। এ অবস্থায় ওসির উদ্যোগে এ রাস্তার সংস্কার কাজ হয়েছে। তিনি মানুষের ভোগান্তির কথা ভেবে এগিয়ে এসেছেন। তার মহতী উদ্যোগকে স্বাগত জানাই। বেহাল এ রাস্তাটি সংস্কারের কারণে এখন অনায়াসে এ পথ দিয়ে কয়েকটি যান একসঙ্গে চলাচল করতে পারে। ওসি মো: মাইনুল ইসলাম জানান, নতুনব্রিজ এলাকার বিভিন্ন রাস্তায় বড় বড় গর্ত খানাখন্দে ভরে গেছে এ সড়কটি দিয়ে যানবাহন ও চলাচল কারী ভোগান্তির শিকার হচ্ছে । দীঘদিন ধরে সংস্কার না করায় ওই সড়কটির কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কে একটি গাড়ি আরেকটিকে অতিক্রম করতে পারছেনা। বিষয়টি সওজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই মুহুর্তে বরাদ্দ না থাকায় সংস্কার হচ্ছেনা । অবশেষে ওসি মাইনুল ইসলাম নিজ উদ্যোগে ঝুকিপূর্ণ গর্তগুলো ভরাট করান।
Leave a Reply