জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। (৩০ জানুয়ারি) বিকেলে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নির্দেশনায় এস আই মোঃ নজরুল ইসলাম, এসআই লিটন চন্দ্র পাল সহ একদল পুলিম শায়েস্তাগঞ্জ পৌরসভাস্থ জনৈক বাপন মিয়ার মালিকানাধীন বাসা থেকে ৬ জন জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হল: চুনারুঘাট উপজেলার গাজী নগর গ্রামের আব্দুল মজিদ চৌধুরীর ছেলে আব্দুল হাই চৌধুরী (৪০), বরজুস গ্রামের আব্দুল কাদিরের পুত্র আব্দুর রহমান (২০), বাসুল্লাহ গ্রামের মৃত তারা মিয়ার ছেলে মোঃ ফরিদ মিয়া (২৩), রানীগাঁও গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে শাহ আলম মিয়া (১৯), খেতামারা গ্রামের সিরাজ মিয়ার পুত্র মোঃ সোলেমান (১৯), উড় পাড়া (মোল্লা বাড়ী) এলাকার মৃত আলী হোসেনের ছেলে মোঃ মীর হোসেন (২২), তারা বর্তমানে সাবাসপুর জনৈক বাপন মিয়ার মালিকানাধীন বাসার ভাড়াটিয়া। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিচারের স্বার্থে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। বিকেল সাড়ে ৫ টায় এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় দেব।
Leave a Reply