শেখ জাহান রনি মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিন বেজুড়া গ্রামের একটি বাসা থেকে তামান্না আক্তার মনি (২২) নামে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধা করেছে পুলিশ। তামান্না স্থানীয় একটি যমুনা কোম্পানীর শ্রমিক। (২৮ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে মাধবপুর থানার উপ পরির্দশক আব্দুল আহাদের ঘরের আড়ার সাথে উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মনি বেগমের মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করেন । ঘটনার পর থেকেই স্বামী মনির হোসেন গা ডাকা দিয়েছে। নিহত মনি বেগম মৌলভীবাজার সদর উপজেলার বড়হাটি গ্রামের নুরুল ইসলামের মেয়ে ও একই এলাকার মনির হোসেনের মেয়ে। খোঁজনিয়ে জানাগেছে প্রায় আড়াই বছর পুর্বে তাদের বিয়ে হয়।বিয়ের কিছুদিন পর থেকেই মনির হোসেন তার স্ত্রীকে নিয়ে মাধবপুর উপজেলার দক্ষিন বেজুড়া গ্রামের শারমিন বেগমের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। মনির পিতার দাবী মেয়ের জামাই মনির হোসেন প্রায়ই তার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করত। ঝগড়া হত দুজনের মধ্যে। ঘটনার আগে মনি ফোন করে বাবা কে বেজুড়ায় আসতে বলেন। মাঝ পথে এসে খবর শুনেন বাসায় আড়ার সাথে মেয়ের মরদেহ ঝুলছে। এদিকে হত্যা না আত্নহত্যা এনিয়ে নানা গুনজন সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্বামী গা ডাকা দেয়ায় হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগের তীর জামাতার দিকে। বিষটি নিয়ে স্থানীয়দের মধ্যে এ মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। থানার ওসি মো: ইকবাল হোসেন বলেন, ঝুলন্ত অবস্থায় মনি বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পিএম রির্পোট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
Leave a Reply