নিজস্ব প্রতিনিধি : আসন্ন ২৮ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদউজ্জামান মাসুকের নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে গতকাল শায়েস্তাগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বৃহস্পতিবার সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচার প্রচারণা করে নৌকা মার্কার পক্ষে ভোটারদের কাছে ভোট চান তিনি । সাথে ছিলেন, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নেত্রী যাকে নৌকার প্রার্থী করেছেন, তাকে বিজয়ী করতে সকল নেতাকর্মীরা নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকতে হবে। তাহলে আমাদের বিজয় সু-নিশ্চিত ইনশাআল্লাহ।
Leave a Reply