নুর উদ্দিন সুমন: শায়েস্তাগঞ্জে পৌর শহরের পর এবার গ্রামগঞ্জে ওসি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চলছে। চলমান অভিযানে দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই কাউছার মাহমুদ তোরণ ও এসআই বিধানসহ একদল পুলিশ কলিম নগর চরহামুয়া অভিযান চালিয়ে ৩কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ী শাহজাহান মিয়াকে আটক করা হয়। আটক শাহজাহান মিয়া ওরফে সাজন চরহামুয়া গ্রামের মোহাম্মদ আলী ওরফে আলী আহমদের পুত্র। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে ওসি মোজাম্মেল হোসেন জানান, শাহজাহানসহ একদল চিহ্নিত মাদক ব্যবসায়ী গাজাঁ ক্রয়বিক্রয় করছিল । এমন একটি গোপন সংবাদদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালানো হয় । এ সময় তার কাছ থেকে ৩কেজিগাজাসহ তাকে আটক করা হয়। ইতিপুর্বে শাহজাহানের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে এবং এ ঘটনায় আটক শাহজাহান মিয়ার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় ৭ নং মাদক মামলা দায়ের করা হয়েছে। ওসি,মোজাম্মেল হোসেন জানান, শায়েস্তাগঞ্জে কোন মাদক থাকবে না। যতদিন পর্যন্ত শায়েস্তাগঞ্জ মাদক মুক্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। শায়েস্তাগঞ্জকে মাদক মুক্ত রাখতে তিনি সমাজের সব শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।
Leave a Reply