নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪৮ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । আটককৃতরা হলো শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পশ্চিম বিরামচর গ্রামের সোহান মিয়া, মহলুল সনামের ইসমাইল চৌধুরী ও অপু ঘোষ। মঙ্গলবার গভীর রাতে মোটরসাইকেলযোগে মাদক পাচারকালে তাদের আটক করা হয়। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন এর নেতৃত্বে এসআই কমলাকান্ত, এসআই ইমা ও এসআই জসিম উদ্দিনসহ একদল পুলিশ দেউন্দি রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ৪৮পিছ ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ উল্লেখিত তিন জনকে আটক করা হয় । শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমার অ্যাকশন চলবে মাদকের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। শায়েস্তাগঞ্জকে যেকোন মুল্যে মাদকমুক্ত করবই। আমাদের অভিযান অব্যাহত শায়েস্তাগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করতে তিনি সকল শ্রেনী পেশার লোকজনের সহযোগীতা কামনা করছেন।
Leave a Reply